Header Border

ঢাকা, শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৮২°সে
শিরোনাম
১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার অভিশাপ – শিশু নির্যাতনের বিরুদ্ধে মোঃ রাসেল আহমেদের প্রতিবাদী কবিতা রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার আজ ১০-০৭-২৫ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ভুল স্টেশন, ভুল মানুষ—চালকের হাতে কুলাউড়ার কিশোরী ধর্ষণ উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

মতলব উত্তরে মিছিলে হামলার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

নিশ্চিন্তপুর কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নেতাকর্মীদের জমায়েত

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির এক প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নেমেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (২১ জুন) বিকেলে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে একটি প্রতিবাদ সভার আয়োজন করে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন,
“দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। জনগণ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত, আমাদের দায়িত্ব হচ্ছে সেই সুযোগটি নিশ্চিত করা। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন,
“যারা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে, তারা গণতন্ত্রের শত্রু। তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।”

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন—

ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন হিমেল, সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আঃ মান্নান সাগর, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর, যুবদল নেতা নাজমুল হাসান জিশান

প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিলেটে মির্জা ফখরুল: নির্বাচনের বার্তা দিতে মাজার জিয়ারত ও দলীয় কর্মীদের মনোবল জাগাতে সফর
সিকোটেক্স এগ্রো লিমিটেডের ড্রাগন ও মাল্টা মাতাল চাঁদপুরের বৃক্ষ মেলা
মতলব উত্তরে ক্ষতিগ্রস্ত ১০১ মৎস্য চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ
মতলব উত্তর উপজেলায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, শিশুরা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত

আরও খবর