
ছবিটি প্রতীকী, যা সহিংসতা ও সমাজে ভয়ভীতি ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদকে তুলে ধরে।
চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ
✍️ মোঃ রাসেল আহমেদ
লেখক ও সাংবাদিক
(প্রতিবাদী বজ্রকণ্ঠে)
হয়তো চাঁদা দে, নয়তো জীবন দে —
এই কি তবে স্বাধীন দেশের নিদর্শন!
চারপাশে লুটপাট, চাপে শ্বাসরুদ্ধ জনতা,
তবুও কিছু মুখ হাসে, দুর্নীতির আমন্ত্রণে।
নারী-পুরুষ আজ জেগে ওঠো,
শপথ নাও রক্তে লেখা প্রতিবাদে।
চাঁদাবাজি রুখে দাও, অন্যায়ের শিকল ছিঁড়ো,
বাংলাদেশ জেগে উঠুক, জনগণের স্বপথে।
বুকের ভেতর আগুন জ্বালো,
কণ্ঠে তুলো বজ্রধ্বনি:
“সুশাসন চাই, ন্যায়ের জয় চাই,
চাঁদাবাজদের খোলস ভেঙে দাও আজই!”
কোনো দল, কোনো মুখ নয় —
প্রতিটি নাগরিকের শক্তি এখন প্রয়োজন।
একত্রিত হোন সবাই, শোষণের বিরুদ্ধে,
মানবতার পতাকা উড়ুক প্রত্যেক প্রান্তে।
জবাব চাই, জবাব দাও —
দুর্নীতির বৃত্তে আর নয় বন্দি জীবন।
প্রতিরোধ গড়ো, জেগে ওঠো দেশবাসী,
বাংলা মায়ের বুকে আর কাঁদবে না কোনো সন্তান।
※ This poem is symbolic and not directed at any individual or organization.